Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ

আয়তন ও গঠন

ইউনিয়নের মোট আয়তন ১৭.০৪ বর্গকিলোমিটার। এটি ০৯টি ওয়ার্ড, ০৮টি মৌজা, ১৭টি গ্রাম নিয়ে গঠিত। ওয়ার্ডের আওতাভুক্ত গ্রামসমূহ:

ওয়ার্ড নং

গ্রামের নাম

০১

ডেপুলিয়া, জবরামল, ডাকাতিয়া

০২

কচুবুনিয়া, বাগরি, দক্ষিণ জীবগ্রাম, নগরবাড়ী

০৩

কাথুলিয়া, সাবেক ডাঙ্গা, নারিকেলবাড়ী

০৪

পূর্ব দুর্গাপুর

০৫

মধ্যে দুর্গাপুর

০৬

পশ্চিম দুর্গাপুর

০৭

বাজুকাঠী

০৮

পূর্ব চুঙ্গাপাশা, বসইন্দা

০৯

পশ্চিম চুঙ্গাপাশা

জনসংখ্যা

ইউনিয়নের মোট জনসংখ্যা ১৩,৭৮৪ জন (২০০১ সনের আদমশুমারী অনুযায়ী), পুরুষ ৬,৮২০ জন, মহিলা ৬,৮৮৮ জন, মোট খানার সংখ্যা  ২১২২টি। মুসলিম ৭৪.০৯%, হিন্দু  ২৫.৯১%। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩২%; বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার অনুযায়ী ২০১০ সালের অনুমিত জনসংখ্যা ২৪,০৫০ জন (জম্ম ও মৃত্যু  রেজিষ্টার অনুযায়ী)। ওয়ার্ডওয়ারী জনসংখ্যা:

ওয়ার্ড নং

জনসংখ্যা

খানার সংখ্যা

পুরুষ

মহিলা

মোট

০১

১১৬৯

১০৫১

২২২০

৩২৪

০২

১০৬২

৯৮১

২০২৪

৩৭১

০৩

১০৬৭

৯০৩

১৯৭০

৩১৪

০৪

১৭৬৫

১৫৯৬

৩৩৬১

৪৮৫

০৫

১০১৯

৯১৬

১৯৩৫

৪৪৫

০৬

১৪৩৪

১২৩৩

২৬৬৭

৫০৮

০৭

১১৯৪

১০৮৬

২২৮০

৩৩০

০৮

২১৭১

১৯৬৬

৪১৩৭

৫৯৯

০৯

১৭০২

১৭৫৪

৩৪৫৬

৩২৪

বর্তমান পরিষদবর্গ

সপথের তারিখ:১৪-১১-২০১১

প্রথম সভা:১৫-১১-২০১১

প্রাকৃতিক সম্পদ

খাল ২১ কিঃমিঃ

শিক্ষার হারশিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষার হার ৭০% (পুরুষ ৪১%, মহিলা ২৯%)। কিন্ডার গার্ডেন ০১টি, মোট প্রাথমিক বিদ্যালয় ১১টি (সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৯টি, বেসরকারী রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয় ০২টি), নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ০২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ০৩টি, আলিম মাদ্রাসা ০১টি, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ০১টি, কওমী মাদ্রাসা ০১টি।

পেশা
কৃষি ৩৬.৫০%, কৃষি শ্রমিক ১৯.৫০%, দিনমজুর ১০%, ব্যবসা ০৩%, চাকুরি ০৫%, অন্যান্য ২৫%।
শিক্ষক ৪৯ জন, আইনজীবি ০৪ জন, পশুচিকিৎসক ০১ জন, গ্রাম্য চিকিৎসক ০৫ জন, কবিরাজ ০২ জন, দলিল লেখক ০৭ জন, ইলেকট্রিশিয়ান ০৮ জন, বাঁশ ও বেতশিল্পী ০৩ জন, কামার ০১ জন, সুতার ১০ জন, জেলে ১৮৮ জন, গোয়ালা ১০ জন, নাপিত ১৭ জন, ধাত্রী ১১ জন, ধোপা ০২ জন, অন্যান্য ৩০ জন।

শিল্প প্রতিষ্ঠান
ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান মোট ০৯টি। রাইস মিল ০৭টি ও স’মিল ০২টি।

কৃষি
মোট কৃষি জমি ৩৭.০৫ হেক্টর। একফসলী জমি ২২৫০ হেক্টর, দুইফসলী জমি ১০৫০ হেক্টর, তিনফসলী জমি ৪০৫ হেক্টর। নীট ফসলী জমি ১৫০০ হেক্টর, ফসলের নিবিড়তা ১৩৬%।বর্গাচাষী ১২০৮ জন, প্রান্তিক চাষী ১৪৩৮ জন, ক্ষুদ্র চাষী ১০৯১ জন, মাঝারীচাষী ৮০৮ জন, বড় চাষী ৪৩ জন। কৃষি ব্লকের সংখ্যা ০৪টি, কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্র ০১টি, বিসিআইসি সার ডিলার ০১জন। ক্ষুদ্র সার ডিলার ০৩ জন।

সেচ সুবিধা
সেচাধীন জমি ৭৩৮ হেক্টর, ডিজেলচালিত পাওয়ার পাম্প ৫৭টি, ডিজেলচালিত পাওয়ার টিলার ৪২টি।  

খাদ্যশস্য পরিস্থিতি
ইউনিয়নে খাদ্যশস্যের বাৎসরিক চাহিদা ২৯৯১ মেট্রিক টন, উৎপাদন ৩১৮০ মেট্রিক টন, উদ্বৃত্ত ১৮৯ মেট্রিক টন। প্রধানতঃ ধান, কলা, নারকেল, সুপারী, ডাল ফসল উৎপন্ন হয়।

মৎস্যসম্পদ
মোট পুকুর ১৫১৬টি, আয়তন ০.৩৫ হেক্টর। সরকারী পুকুর ০২টি, আয়তন ০.১৩ হেক্টর;  বেসরকারী পুকুর ১৫১৪টি, আয়তন ০.৩৯ হেক্টর; প্রাতিষ্ঠানিক পুকুর ১৭টি, আয়তন ০.১৭ হেক্টর। বিল ০১টি, অন্যান্য ১২টি।

পশুসম্পদ
পশু হাসপাতাল ০১টি, পোল্ট্রি খামার ০৫টি, হাসেঁর খামার ০৭টি। বাৎসরিক উৎপাদন: দুধ ১১৯ মেট্রিকটন, ডিম ৪৪১৩৮৫টি, মাংস ১৩৮ মেট্রিক টন, চামড়া ১৩৮০টি।

বনায়ন/বৃক্ষ রোপন কর্মসূচী
বিভিন্ন বিদ্যালয় কর্তৃক ০.৫০ কিমি ও সংখ্যা ৩৭৭টি, অন্যান্য ব্যক্তি/সংস্থা কর্তৃক০.২৫ কিমি ও সংখ্যা ৩৮৬টি।

স্বাস্থ্যকেন্দ্র
পরিবার কল্যাণ কেন্দ্র ০২টি, কমিউনিটি ক্লিনিক ০২টি।

যোগাযোগ ব্যবস্থা
পাকা রাস্তা ০৭ কিমি, সেমিপাকা রাস্তা ০৯ কিমি, কাঁচা রাস্তা ৬০ কিমি। নৌ যোগাযোগ খাল ১২টি, যা দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশিত হয়ে থাকে। ব্রীজ ২১টি, কালভার্ট ১৮টি, কাঠের পুল ১২টি, বাঁশের সাঁকো ৩৫টি।

পরিবহন সুবিধা
রিক্সা ২০টি, ভ্যান ৪৫টি, অটোবাইক ১৬টি, নসিমন ২০টি, টমটম ২৪টি।

পোষ্টাল সুবিধা
ডাকঘর ০১টি, পোষ্টালকোড ৮৫০২।

ধর্মীয় প্রতিষ্ঠান
মসজিদ ১৮টি, মন্দির ১১টি, ঈদগাহ মাঠ ২০টি, মাজার ০১টি, তীর্থস্থান ০৩টি।

সামাজিক প্রতিষ্ঠান
সমবায় সমিতির সংখ্যা ১৪টি,  (কৃষক সমবায় সমিতি ০২টি, একটি বাড়ী একটি খামার ০৯টি), এতিমখানা ০১টি, কবরস্থান ৭৮টি (ব্যাক্তিমালিকানা), শ্মশান ০৫টি (ব্যাক্তিমালিকানা)।

সরকারী/অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান
ইউনিয়ন ভূমি অফিস ০১টি, সিডিউল বানিজ্যিক ব্যাংক ০১টি, বিবাহ ও তালাক নিবন্ধন অফিস ০১টি, হাট-বাজার ০৩টি (গ্রাম্য), খোঁয়াড় ১টি।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান
খেলার মাঠ ০১টি, স্থানীয় ক্লাব ০৫টি।

নির্বাচন সংক্রান্ত
মোট ভোটার সংখ্যা ৮৮১১ জন (পুরুষ ভোটার ৪৩১৪ জন, মহিলা ভোটার  ৪৪৯৭ জন)। ভোটকেন্দ্র (জাতীয় সংসদ নির্বাচন ০৫টি, স্থানীয় নির্বাচন ০৯টি)।

সরকারী সাহায্য/সুবিধা ভোগী
বিধবা ভাতাভোগী ২২৬ জন, বয়স্ক ভাতাভোগী  ৩১৭ জন, ভিজিডি কার্ডভোগী ১৩৫ জন, অতিদরিদ্র কার্ডভোগী ৬৫ জন, প্রতিবন্ধী ভাতাভোগী  ৪২ জন, মাতৃত্ব ভাতাভোগী ২১ জন, মুক্তিযোদ্ধা ভাতাভোগী ৩০ জন, ভিজিএফ ৫৫ জন (মৎস্যজীবি), ভিজিএফ ১৭৫০টি।

এন,জি,ও, কার্যক্রম

ব্রাক, গ্রামীনব্যাংক, আশা, প্রশিকা ক্ষুদ্র ঋন কার্যক্রম পরিচালনা করে। সকলের জন্য কল্যাণ ভিজিডি সঞ্চয় কার্যক্রম পরিচালনা করে।