Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

দূর্গাপুর ইউনিয়নে ০৭ কিমি পাকা রাস্তা, ০৯ কিমি সেমিপাকা রাস্তা ও ৬০ কিমি কাঁচা রাস্তা রয়েছে। জেলা সদর হতে মাইক্রোবাস, মোটর সাইকেল, অটোরিক্সা, ভ্যান, রিক্সা ইত্যাদির মাধ্যমে যাতায়াত করা যায়। এছাড়া নৌকা, ট্রলার এবং স্পীড বোটের সাহায্যে যাতায়াত করা যায়।

এই ইউনিয়নে নৌযোগাযোগ উপযোগী ১২টি খাল আছে। এছাড়া রয়েছে ২১টি ব্রীজ, ১৮টি কালভার্ট, ১২টি কাঠের পুল ও ৩৫টি বাঁশের সাঁকো।
পরিবহন হিসেবে প্রায় ২০টি রিক্সা, ৪৫টি ভ্যান, ১৬ টি অটোবাইক, ২০টি নসিমন ও ২৪টি টমটম আছে।

ছবিতে দূর্গাপুর ইউনিয়নের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থাঃ